চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ইসকন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, ‘তার মর্মান্তিক অকালমৃত্যু আমাদের মর্মাহত করেছে।
চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে।