আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা চোপড়া

 

 

আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা বললেন প্রিয়াঙ্কা চোপড়া এদিকে পরিবারের মাঝেও তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, পাঞ্জাবি পরিবারের একমাত্র কৃষ্ণবর্ণের মেয়ে তিনি। কালো মেয়ে বলে ডাকা হতো। তাছাড়া মজা করে নানা আঘাতমূলক কথা বলা হতো।

প্রিয়াঙ্কা চোপড়া জানান, শুধু তাই নয় বাবার সঙ্গে অভিনেত্রীর মান-অভিমানের ছিল দীর্ঘ দিনের। আঁটসাঁট পোশাক পরা এক প্রকার নিষিদ্ধ ছিল তাদের বাড়িতে। আঁটসাঁট পোশাক বা গায়ের সঙ্গে লেগে থাকা টিশার্ট পরা নিষিদ্ধ ছিল।

একবার পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি প্রিয়াঙ্কার বারান্দায় এসে পড়েন। তারপর থেকেই তার বারান্দা লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়। প্রিয়াঙ্কার কথায়, বাবা পুরো বাড়িটাকে জেলখানা বানিয়ে দিয়েছিল। আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা।

পোশাক নিয়ে বিভিন্ন বিধিনিষেধ করেছিলেন অভিনেত্রীর বাবা। তবে বাড়িতে এই পরিস্থিতির মধ্যেই মা মধু চোপড়ার উদ্যোগে সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেন প্রিয়াঙ্কা।

 

 

পূর্বের খবরOver Tk33.87cr earmarked to buy blankets for cold-hit people
পরবর্তি খবরকলকাতার বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক