অসহায় টাইগাররা, দিন শেষে চালকের আসনেই ভারত

বল হাতে চেন্নাই টেস্টের প্রথম দিনের শুরুর সেশনে ভালোই করেছিল টাইগাররা। তবে শেষ রক্ষা হয়নি। রবীচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাজেদার দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শুরুর সেশনে অলআউট হওয়া ভারত পায় বড় সংগ্রহ। নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে রোহিত শর্মার দল।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। যদিও ভারত বাংলাদেশকে ফলোঅনে ফেলেনি। দ্বিতীয় দিনেই তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ছে ভারত। দ্বিতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮১ রান করেছে ভারত।

সবমিলিয়ে বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে আছে ভারত। তাই ধারণা করা হচ্ছে, টাইগারদকে বড় রানের লক্ষ্য দিতে চায় রোহিত শর্মার দল।

এস/ভি নিউজ

পূর্বের খবরআইফোন ১৬ কিনতে দুবাই গিয়ে ‘হতাশ’ বহু পর্যটক
পরবর্তি খবরপার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর