অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভ গাঙ্গুলি!

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার বসিরহাটের বিনোদিনী স্টুডিওতে একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন তিনি। সেখানেই নাকি ঘটে দুর্ঘটনা।

নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, শুটিং করতে ক্যামেরার মুখোমুখি ‘দাদা’।

সামনে রাখা জেনারেটর থেকে আগুনের ফুলকি বের হতে শুরু করে। এর পর দ্রুত সৌরভকে শুটিংস্পট থেকে সরিয়ে নেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় জেনারেটর।ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে শর্ট সার্কিট হয়ে এই বিপত্তি ঘটেছিল।

সৌরভের গায়ে কোনো আঁচড় লাগেনি। যদিও এই বিষয়ে এখনও প্রাক্তন ক্রিকেটার সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি।

শুটিংয়ের পাশাপাশি সৌরভ আলোচনায় রয়েছেন তার বায়োপিক নিয়ে। ২৮তম বিবাহবার্ষিকীর দিন তিনি জানিয়েছেন, বড় পর্দায় তার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।

চিত্রনাট্য ঘষামাজার কাজও শেষের পথে। সব ঠিক থাকলে বছরের শেষে মুক্তি পেতে পারে সৌরভ গাঙ্গুলির ‘বায়োপিক’।
পূর্বের খবরপুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান
পরবর্তি খবরপোশাকের মধ্যে লুকানো স্বর্ণের বার, গ্রেপ্তার অভিনেত্রী