ভারতে বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের পাল্লা ভারি হচ্ছে। একের পর এক তৃণমূল নেতা বেসুরো হচ্ছেন। বৈশালী-প্রবীর ঘোষালের পর এবার হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় দেখা যাবে রথীন চক্রবর্তীকে। তিনি সাফ জানিয়েছেন, ৩১ তারিখের অমিত শাহের সভায় উপস্থিত থাকবো।
বেশ কিছুদিন ধরেই বেসুরো গাইছেন রথীন চক্রবর্তী। তৃণমূলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অভিযোগ তুলেছেন, দলে কাজ করার মতো পরিবেশ নেই। যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, শুক্রবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে মন্ত্রীত্ব থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। শনিবার তৃণমূলের সদস্য পদও ছাড়তে পারেন তিনি। সূত্রের খবর, রবিবার অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।
৩১ জানুয়ারি অমিত শাহের সভায় উপস্থিত থাকবেন, তবে কি ওইদিনই বিজেপিতে যোগ দেবেন? এই প্রশ্নের উত্তরে রথীন চক্রবর্তী বলেন, সময় বলবে বিজেপিতে যোগ দেব কি না। তবে একটা কথা বলব, যা করব মানুষের কথা ভেবে করব। সকলের স্বার্থে করব। তৃণমূলে কাজের পরিবেশ নেই। সূত্র: কোলকাতা ট্রিবিউন