
সে সময় অজয় আর অমিতাভ বচ্চনের মতো তারকার সঙ্গে তাঁর কাজের অনুভূতি জানিয়ে বলেন, ‘এ সময় অজয় স্যার আর অমিতাভ বচ্চন আমাকে বাড়ির সদস্যের মতো আগলে রেখেছিলেন। এক দিন অমিতাভ স্যার দেখলেন যে আমার পায়ে প্লাস্টারে হিজিবিজি অনেক কিছু লেখা। তিনিও তার ওপর “টুটি ফ্রুটি” লিখে দেন। বিষয়টা আমাকে ছুঁয়ে যায়। শুরুতে ভেবেছিলাম, আমি অমিতাভ স্যারের নজরে পড়িনি। কিন্তু তিনি নিজে এসে আমায় এক প্যাকেট বিস্কুট দেন। আমাকে হুইলচেয়ারে দেখে তিনি নানাভাবে আমার যত্ন নেন। আমি তাঁকে একটা চিঠি লিখেছিলাম।

অমিতাভ স্যারও আমাকে একটা চিঠি লিখে বলেছিলেন, “এখন আমি আপনাকে শুধুই স্নেহ দিচ্ছি। আপনি যখন ভালো কাজ করবেন, আপনাকে তখন আরেকটা চিঠি লিখব।”

আমি এখন সেই চিঠির অপেক্ষায় আছি, অমিতাভ স্যার যখন আমার অভিনয়ে মুগ্ধ হয়ে আমায় চিঠি লিখবেন। অমিতাভ বচ্চনের মতো তারকার কাছ থেকে এমন সুন্দর ব্যবহার পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল।’ তিনি বিগ বি সম্পর্কে আরও বলেন, ‘আজও অমিতাভ স্যার কাজের প্রতি এতটা নিবেদিত, তা দেখে অবাক হয়েছিলাম। তিনি এখনো প্রচুর পরিশ্রম করেন, তাঁকে দেখে মনে হয় নবাগত কোনো অভিনেতা।’

অজয় সম্পর্কে আকাঙ্ক্ষা বলেন, ‘অজয় স্যার অনেক কম কথার মানুষ। কিন্তু তিনি জানেন যে একজন পরিচালক হিসেবে অভিনেতাদের কাছ থেকে কী চাই। তিনি অভিনেতাদের স্বাধীনতা দিয়েছিলেন। যার ফলে আমরা যা চাই, তা-ই করতে পারি। আমরা যেন আমাদের চরিত্রকে সেরাটা দিতে পারি।’
