অন্তঃসত্ত্বা গুঞ্জনের মধ্যেই হঠাৎ অসুস্থ কিয়ারা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি হঠাৎ অসুস্থ হয়ে শনিবার (৪ জানুয়ারি) চিকিৎসকের শরণাপন্ন হন। হাসপাতালে গেলেও ভর্তি হননি তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

কিয়ারার মুখপাত্র জানান, অতিরিক্ত কাজের চাপের কারণে দুর্বলতা অনুভব করেন অভিনেত্রী। চিকিৎসকেরা তাকে পরিপূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এ কারণে কিয়ারার নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর প্রচার কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

সম্প্রতি বড়দিন উপলক্ষে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন কিয়ারা। ছবিতে পলকা ডটের পোশাক পরায় অনেকে আনুশকা শর্মার গর্ভাবস্থার সঙ্গে তুলনা করে কিয়ারাকে ট্রোল করেন। এর পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে এখনো সিদ্ধার্থ বা কিয়ারা কোনো মন্তব্য করেননি।   কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনয়ের সময় থেকেই প্রেমের সম্পর্কে জড়ান কিয়ারা। গত বছরের ফেব্রুয়ারিতে দুজনের বিয়ে হয়।

কিয়ারার ক্যারিয়ার বর্তমানে বেশ ব্যস্ত। তিনি ইতোমধ্যেই ফারহান আখতারের ‘ডন থ্রি’ সিনেমায় সাইন করেছেন, যদিও এর শুটিং এখনো শুরু হয়নি। দক্ষিণী সুপারস্টার রামচরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ সিনেমার শুটিং শেষ করেছেন কিয়ারা এবং সম্প্রতি এই সিনেমার প্রচারেও ব্যস্ত ছিলেন।

কিয়ারা আদভানির অসুস্থতা তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও চিকিৎসকের নির্দেশনা মেনে দ্রুত সেরে ওঠার প্রত্যাশা করছেন সবাই।

পূর্বের খবরযমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
পরবর্তি খবরদেশের সম্মান ও গৌরব অটুট রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা