বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন হিন্দি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। পরিচিত মুখ এ ফরাসি এ অভিনেত্রী ও লেখক কাজ করেছেন একাধিক হিন্দি সিনেমায়। বিশেষ করে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। এ অভিনেত্রীর রয়েছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগী। ক্যারিয়ারের বাইরে কাল্কির ব্যক্তিজীবন নিয়েও আগ্রহ কম নয় ভক্তদের।
বলিউডে অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কাল্কি। ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কারসহ বহু পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতেই কাটিয়েছেন জীবনের বেশিরভাগ সময়।
অভিনেত্রী কাল্কি একটা সময় বিয়ের প্রতি তেমন আগ্রহ ছিল না। যদিও বলা যায়, সেটি ছিল বয়সের দোষ। কখনো এক জায়গাতে স্থির থাকেননি কাল্কি। জীবনে এমন একটা সময় ছিল, যখন একের পর এক প্রেমে জড়িয়েছেন তিনি। অবশ্য এটি তার নিজের মুখের কথা। এখন বিয়ে করে সংসার পেতেছেন কাল্কি কোয়েচলিন। এক সন্তানের মা তিনি। কাজেই সেই আগের মতো এদিক-সেদিক তাকানোর সময় নেই কাল্কির। শুধু কী তাই? নিজের একমাত্র সঙ্গকেও সময় দিতে পারেন না কাল্কি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন কাল্কি কোয়েচলিন। তিনি বলেন, জীবনের সেই সময়টা খুবই অন্য রকম ছিল। আমার বয়স কম ছিল। বিয়ে করার কথা ভাবতেই পারতাম না। আগ্রহ ছিল না। সংসার ও সন্তান নিয়ে এমন ভাবনা মাথায় আসা সম্ভব নয়।