অক্টোবরের ৫ দিনেই রেমিট্যান্সে বাজিমাত

সদ্যঃসমাপ্ত সেপ্টেম্বরের মতো চলতি মাস অক্টোবরেও প্রবাস আয়ের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে। এ মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় সাড়ে আট কোটি ডলার।

রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আগের বছরের একই সময় এসেছিল ৩২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ আগের বছরের একই সময়ের চেয়ে চলতি মাসে প্রবাস আয়ের প্রবাহ বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, গত সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো ছিল। একই ধারা অব্যাহত থাকায় সদ্যঃ সমাপ্ত এ মাসে ২৪০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

আগের বছরের একই মাসের তুলনায় যা ১০৭ কোটি ডলার বা ৮০.২২ শতাংশ বেশি। গত দুই মাসে ভালো প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ৩৩.৩৩ শতাংশ।
এস/ভি নিউজ 
পূর্বের খবর৭ টাকা পিস দরে ভারত থেকে এলো ডিম
পরবর্তি খবর৮ দফা বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ঐক্য পরিষদের